খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে। তুষারপাত কম হওয়ার কারণে এই সিদ্ধান্ত।আগামী ২২ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের গুলমার্গের কাঙডুরি ফেজ ওয়ান ও গলফ কোর্সে এ্যাল্পাইন স্কিয়িং, নর্ডিক স্কিয়িং,স্কাই মাউন্টেনিয়ারিং ও স্নো বোর্ডিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।প্রতিযোগিতার প্রথম পর্ব গতমাসে লাদাখে ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলে।
Site Admin | February 18, 2025 10:14 AM
খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে।
