মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 2, 2024 12:31 PM

printer

খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ আজ শুরু হয়েছে।

খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ আজ শুরু হয়েছে। এজন্য সব জেলাতেই কেন্দ্রীয় স্তরে  খোলা হয়েছে ক্রয়কেন্দ্র।  স্থায়ী ক্রয়কেন্দ্র ছাড়াও  বিভিন্ন এলাকায় গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ধান সংগ্রহ করা হচ্ছে । পাশাপাশি  খাদ্য দফতর,  গ্রামীণ কৃষি সমবায় সংস্থা ও  স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে অস্থায়ী শিবির খুলে চাষিদের কাছ থেকে ধান কিনবে বলে জানিয়েছে । থেকে ধান কেনার পর তা থেকে চাল উৎপাদনের জন্য  নথিভুক্ত রাইস মিলগুলির কাছে  পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, খাদ্য দফতর  এবার ৭০ লক্ষ টন ধান সংগ্রহের  লক্ষ্যমাত্রা নিয়েছে।

এদিকে, আমদানি শুল্ক উঠে যাওয়ায় এরাজ্যের চালকল মালিকরা ফের বাংলাদেশে চাল রপ্তানি শুরু করেছেন। সেদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর চালের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হয়। যার ফলে চালের রপ্তানি  পুরোপুরি বন্ধ হয়ে যেতে বসেছিল।

এরপর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ আমদানি শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন