মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2024 6:23 PM

printer

খনিজের ওপর কর বসানোর অধিকার রাজ্যগুলির রয়েছে এবং কেন্দ্রের খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ MMDR আইন, রাজ্যের অধিকারকে সীমাবদ্ধ করে না বলে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।

খনিজের ওপর কর বসানোর অধিকার রাজ্যগুলির রয়েছে এবং কেন্দ্রের খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ MMDR আইন, রাজ্যের অধিকারকে সীমাবদ্ধ করে না বলে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ন জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ, ৮ : ১ সংখ্যাগরিষ্ঠতায় আজ এই রায় দেন। প্রধান বিচারপতি তাঁর এবং তাঁর সঙ্গে সহমত ৭ জন বিচারপতির রায় নিজে লিখেন। ভিন্নমতের রায় লেখেন বিচারপতি বিভি নাগরত্না।

যে যে বিষয় সাংবিধানিক বেঞ্চের বিচার্য ছিল, তার একটি হলো, খননের লিজের ওপর রয়ালটিকে কর হিসেবে ধরা যায় কিনা এবং ১৯৫৭ সালের এমএমডিআর আইন বলবৎ হবার পর রাজ্যগুলির সেই খনন অধিকারের ওপর রয়ালিটি বা কর বসানোর ক্ষমতা আছে কিনা।

সংখ্যাগরিষ্ঠ বিচারপতির সঙ্গে সহমত হননি বিচারপতি নাগরত্না। তাঁর মতে, রাজ্যগুলিকে খনিজের ওপর কর বসানোর অধিকার দেওয়া হলে, জাতীয় সম্পদের ক্ষেত্রে সমতা ক্ষুন্ন হবে। রাজ্যগুলির মধ্যে শুরু হবে এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। এর জেরে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

শীর্ষ আদালতের এই রায়, পরবর্তী সময়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা, এর ওপর শুনানি হবে আগামী বুধবার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন