খড়গপুর IIT, ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং সাস্টেনিবিলিটি’র বিচারে ভারতের সব আইআইটি-র মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
বিশ্বের ১ হাজার ৭৫১ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
পরিবেশ সংক্রান্ত গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব, চিন্তা ভাবনার আদান প্রদান, কর্মসংস্থান ও সুশাসন ইত্যাদি মানদন্ডে খড়গপুর আইআইটি ভালো ফল করেছে।
প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ভি কে তিওয়ারি বলেন, এই সাফল্যে প্রতিষ্ঠানের সকলে অত্যন্ত খুশি।