মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 21, 2025 9:46 PM

printer

ক্রিকেট প্রেমীদের খেলা দেখে বাড়ি ফেরার সুবিধার্থে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে আন্তর্জাতিক T-20 ক্রিকেট ম্যাচ উপলক্ষ্যে পূর্ব রেলের বিশেষ ট্রেন চালাবে।

ক্রিকেট প্রেমীদের খেলা দেখে বাড়ি ফেরার সুবিধার্থে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে আন্তর্জাতিক T-20 ক্রিকেট ম্যাচ উপলক্ষ্যে পূর্ব রেল রাতে ১২ কোচের দুটি EMU বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি EMU স্পেশাল প্রিন্সেপ ঘাট থেকে আগামীকাল রাত ১১ টা ৫০ মিনিটে বারাসাত এর উদ্দেশে, এবং আরেকটি ট্রেন B.B.DBAG থেকে রাত ১২ টা দুই মিনিটে বারুইপুর এর উদ্দেশে চালানো হবে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন