ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওপর প্রবল ঘূর্ণিঝড় বেরিল আছড়ে পড়ায় বন্যা কবলিত বার্বাডোজ, সেন্ট ভিনসেন এবং গ্রেনাডা। চার নম্বর ক্যাটেগরির এই ঝড়ের ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ পৌঁছয় প্রতি ঘন্টায় ২৪১ কিলোমিটার। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উড়ান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক প্রভাবিত হয়েছে পরিবহন ব্যবস্থা এবং নাগরিক পরিকাঠামো। পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে জল ও বিদ্যুত্ সরবরাহ। আজ এবং আগামীকালও ঝড়ের তান্ডব বজায় থাকবে।
এদিকে ঝড়ের তান্ডবে বার্বাডোজে আটকে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে সেখানে আটকে পড়েছেন বোর্ড সচিব জয় শাহ, অন্যান্য কর্তা ব্যক্তি এবং এদেশের সংবাদমাধ্যমের কর্মীরা। তবে বিকল্প রাস্তায় দেশে ফেরার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।