মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 17, 2024 12:12 PM

printer

ক্যাবিনেটের নিযুক্তি সংক্রান্ত কমিটি – এসিসি, বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে বেশ কছু উচ্চ পদে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

ক্যাবিনেটের নিযুক্তি সংক্রান্ত কমিটি – এসিসি, বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে বেশ কছু উচ্চ পদে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। প্রবীণ আইএএস আধিকারিক বিবেক যোশীকে কর্মী বিষয়ক ও প্রশিক্ষণ দপ্তরে সচিব পদে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে অর্থমন্ত্রকের সচিব পদে রয়েছে। কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব নাগারাজু মাদ্দিরালাকে অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব পদে নিযুক্ত করা হয়েছে। প্রবীণ আইএএস আধিকারিক মনোজ গভীল ব্যয় সংক্রান্ত দপ্তরের সচিব নিযুক্ত হয়েছেন। তিনি এতদিন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনএইচএ-এর  মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের পদে থাকা দীপ্তি গৌর মুখার্জী এখন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রতিরক্ষা দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয়েছে রাজেশ কুমার সিং-কে। ৩১ শে অক্টোবর প্রতিরক্ষা সচিবের পদ থেকে আরামানে গিরিধরের অবসর গ্রহণের পর তিনি ঐ পদে আসীন হবেন। এছাড়াও এসিসি রাজেশ কুমার প্রতিরক্ষা দপ্তরের সচিবের পদে রাজেশ কুমার সিং-এর কার্যকালের মেয়াদও ২০২৬-এর ৩১ শে অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব অমরদীপ সিং ভাটিয়াকে শিল্প এবং অভ্যন্তরীন বাণিজ্য উন্নয়ন দপ্তেরর সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব পুন্যসলিলা শ্রীবাস্তব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি নিযুক্ত হয়েছেন। আগামী মাসে অপূর্বচন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণের পর থেকে অবসর গ্রহনের পর থেকে তিনি ঐ পদে আসীন হবেন।   

সংখ্যালঘু মন্ত্রকের সচিব পদে থাকা টিকিথালা শ্রীনিবাস আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিবের দায়িত্ব পেয়েছেন। তার জায়গায় আসছেন প্রবীণ আইএএস আধিকারিক চন্দ্র শেখর কুমার। বন্দনা গুর্নানি ক্যাবিনেট সচিবালয় সমন্বয় সংক্রান্ত সচিব নিযুক্ত হয়েছেন।

অন্যদিকে দীপ্তি উমা শঙ্করকে রাষ্ট্রপতির অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাজেশ ভার্মা এমাসের ৩১ তারিখ রাষ্ট্রপতির সচিব পদে অবসর গ্রহণ করলে শ্রীমতি উমা শঙ্কর স্থলাভিষিক্ত হবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন