লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এক কঠোর নির্দেশিকা জারি করে বলেছেন, কোনো রাজনৈতিক দল কিংবা সাংসদ অথবা সাংসদদের গোষ্ঠী পার্লামেন্ট হাউসের কোন গেটের সামনে ধর্নায় বসতে পারবেন না। সংসদ ভবনে গেটের সামনে গতকাল বিজেপি ও কংগ্রেস সংসদের মধ্যে অভব্য ঘটনার প্রেক্ষিতেই অধ্যক্ষ আজ এই নির্দেশ জারি করেন। গতকালের ওই ঘটনায় দুইজন সংসদ আহত হন এবং তাদের হাসপাতালেও ভর্তি করা হয়।
Site Admin | December 20, 2024 7:51 AM