কোঙ্কন, গোয়া, কেরালা, মাহে, কর্ণাটক উপকূল, মধ্য মহারাষ্ট্র ও গুজরাটে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, অন্ধ্র উপকূল, ইয়েনাম এবং উত্তর কর্ণাটকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার , পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পূর্ব রাজস্থানে ১৮ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ। এদিকে, কেরলের মালাপ্পুরম, কান্নুর এবং কাসারগড় জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এর্নাকুলাম, ত্রিশূর, পালাক্কাড়, কোড়িকোড় এবং ওয়ানাড় জেলায় জারি কমলা সতর্কতা । পার্বত্য ও উপকূল এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মালাপ্পুরম, ত্রিশূর, কাসারগোড, এর্নাকুলাম, কান্নুর, ওয়েনাড় এবং কোড়িকোড় জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Site Admin | July 15, 2024 12:04 PM
কোঙ্কন, গোয়া, কেরালা, মাহে, কর্ণাটক উপকূল, মধ্য মহারাষ্ট্র ও গুজরাটে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
