কেরালায় ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৪তে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ২২৫ জন নিখোঁজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মুন্ডাক্কাই, চুরালপাড়া, ভেলারিমালা ও পথুকালু।
সেনা, নৌ ও বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ যুদ্ধাকালীন তত্পরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। ওয়েনাড়ে ৫০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ৭ হাজার জনকে। চার কলাম প্রতিরক্ষা নিরাপত্তা কোর সেন্টার এবং আঞ্চলিক সেনা ব্যাটেলিয়ান এলাকায় রয়েছে। মাটি সরানোর সরঞ্জাম এবং বেইলি ব্রীজের প্রথম সেটটি আজ ওয়েনাড়ে পৌঁছেছে।
কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন আজ দুর্ঘটনা গ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন।