মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 15, 2024 10:02 PM

printer

কেরালার মাল্লাপুরাম জেলায়,পেরিন্থালমান্নার একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ আগে মৃত ২৪ বছরের যুবক, নিপা ভাইরাস পজিটিভ ছিলেন বলে জানা গেছে।

কেরালার মাল্লাপুরাম জেলায়,পেরিন্থালমান্নার একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ আগে মৃত ২৪ বছরের যুবক, নিপা ভাইরাস পজিটিভ ছিলেন বলে জানা গেছে। ওই যুবকের দেহ থেকে নমুনা নিয়ে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। এই মারাত্মক ভাইরাসের সংক্রমনেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তাদের তরফে জানানো হয়েছে। কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালেও তার নমুনা পজিটিভ এসেছিল।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন ,নিপা প্রটোকল মেনে  রাজ্যে ষোল টি কমিটি তৈরি করা হয়েছে এই ভাইরাসের সংক্রমণ রুখতে। ওই যুবকের সংস্পর্শে আসা ১৫০ জনকে চিহ্নিত করা হয়েছে। বেঙ্গালুরুর বাসিন্দা ওই পড়ুয়া, যিনি শহরের চারটি হাসপাতালে গিয়েছিলেন এবং বেশ কিছু মানুষের সঙ্গে সরাসরি সংস্পর্শে এসেছিলেন, তাদের সকলকেই চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। এবছর রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণে এটি দ্বিতীয় মৃত্যু। গত জুলাইয়ে মাল্লাপুরামের একটি ছেলে ,কোঝিকোড়  মেডিকেল কলেজ হাসপাতালে এই ভাইরাসের সংক্রমণেই মারা যায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন