মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 1, 2024 10:02 AM

printer

কেরালার ওয়েনাড়ে ভুমিধ্বসের ঘটনায় উদ্ধারকারী দল আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াইশো ছাড়িয়েছে।

কেরালার ওয়েনাড়ে ভুমিধ্বসের ঘটনায় উদ্ধারকারী দল আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াইশো ছাড়িয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, বিপর্যস্ত এলাকায় আটকে পড়া ১শো ৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। আত্তামালা,মুন্ডাক্কাই এবং চুরমালায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালান হচ্ছে। আজ সকালে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযান। দেহ তল্লাশীর জন্য একটি ডগ স্কোয়াডকে কাজে লাগানো হচ্ছে। ধ্বংসস্তুপ সরাতে নদীর অপর প্রান্তে ৫টি জেসিবি মেশিন নিয়ে যাওয়া হয়েছে। চুরমালায় ১শো৯০ ফুটের অস্থায়ী ব্রীজ নির্মাণের কাজ গতকাল গভীর রাত পর্যন্ত চলে। আজ বিকেলের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিধ্বস্ত এলাকায় যাতায়াত, ভারী যন্ত্রপাতি বহন এবং অন্যান্য জিনিসপত্র পৌঁছে দিতে এই সেতু তৈরী হওয়া জরুরী। গোটা এলাকা কাদা, বোলদার, উপড়ে পড়া গাছ ও ভেঙে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বেইলী ব্রীজ তৈরীর পর লোকজন এলাকায় পৌঁছাতে পারছেন। এর ফলে উদ্ধারের কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে। চালিয়ার নদীর সংলগ্ন  জঙ্গল এলাকায় শুরু হবে সন্ধান কাজ।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ ব্যাপারে আজ এক সর্বদল বৈঠক ডেকেছেন। এর আগে তিনি প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ তাঁর পুরোনো সংসদীয় আসন ওয়েনারে যাবেন। মেপ্পাডিতে কয়েকটি ত্রাণশিবির এবং হাসপাতালও যাবেন তিনি। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মেপ্পাড্ডির কমিউনিটি হলে এখহন শুধুই কান্নার রোল। সেখানেই সর্বাধিক মৃতদেহ রাখা হয়েছে।

এদিকে,  আবহাওয়া দপ্তর  ওয়েনাড়, কোড়িকোড়, কান্নুর ও কাসারগোড় জেলায় অতিভারি বৃষ্টির লাল সতর্কতা এবং এর্নাকুলা্ম,‌ ইড়ুক্কি, ত্রিশূর, পালাক্কর ও মালাপ্পুরাম জেলায় কমলা সতর্কতা  জারি করেছে।  আজ ওয়েনাড়  সহ সাতটি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ওয়েনাড়ে ধ্বসপ্রবন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে চলে যাওয়ার আবেদন জানিয়েছে জেলা প্রশাসন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন