কেরালার ওয়ায়নাড়ে ভয়াবহ ভূমিধ্বসে মৃতের সংখ্যা ২৮০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৮০ জনের বেশি। শতাধিক মানুষ এখনও নিখোঁজ। ৭০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৭ হাজারেরও বেশি বাসিন্দা। ধ্বস কবলিত এলাকায় আজও ভারি বৃষ্টি হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে তল্লাশির কাজ। চূড়ামালায় ছোট নদীর উপর ১৯০ ফুট লম্বা বেইলি ব্রীজ চালু হওয়ায় আরও বেশি উদ্ধারকর্মী এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে মৃতদেহের খোঁজ চালাতে ধ্বসে বিধ্বস্ত এলাকাকে ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই কাজ চালাবে ৪০টি দল। সঙ্গে থাকছে ডগ স্কোয়াড।
অন্যদিকে, চালিয়ার নদী বরাবর ৪০ কিলোমিটার অংশ জুড়ে ভেসে যাওয়া দেহের সন্ধান চলেছে।
গতকাল ওয়ায়নাড়ে যান লোকসভায় বিরোধী দলনেতা এবং সেখানকার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের রাহুল বলেন, পিতৃহারা হওয়ার সময়ের ব্যাথা অনুভব করেছেন তিনি।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ভূমিধ্বসে প্রাণহানির গভীর শোক প্রকাশ করেছেন । গতকাল এক বিবৃতিতে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।