মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 30, 2024 11:49 AM

printer

কেরালার ওয়েনাড়ে আজ ভোর রাতে প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে

কেরালার ওয়েনাড়ে আজ ভোর রাতে প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। শতাধিক লোক ধংসস্তূপের নীচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্ডাক্কাইলের ঐ ঘটনায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। ত্রাণ কাজে সাহায্যের জন্য বায়ুসেনা একটি এমআই সেভেন্টিন এবং একটি এএলএইচ হেলিকপ্টার সুলুর থেকে সেখানে যাচ্ছে। অত্যধিক বৃষ্টির ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সবরকম পদক্ষেপ করা হয়েছে।

ভূমিধসের খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী বিজয়নের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন তিনি।  এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী মোদী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

লোকসভার বিরোধী নেতা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলাশাসাকের সঙ্গে কথা বলেন।

এদিকে, কেরালায় মধ্য ও উত্তারঞ্চলের জেলাগুলিতে অতি ভারি বৃষ্টি অব্যাহত। ওয়েনাড় ছাড়াও ইদুক্কি এবং পালাক্কারে ভূমিধসের খবর পাওয়া গেছে। আত্তামালা এবং মুন্ডাক্কাইল অন্যান্য অংশের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ঐ এলাকা ছাড়াও মাপাপ্পুরম, কোজিকোড়ে, কান্নুর এবং কাসারগোড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর্নাকুলম, ইদুক্কি এবং ত্রিশূরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা রয়েছে ৮ জেলায় রয়েছে।

রাজ্য সরকার ঐ সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন