কেরলে ধ্বস বিধ্বস্ত ওয়াইনাড়ে ত্রাণ ও উদ্ধার কাজ আজ ৬ দিনে পড়ল। গতকাল ৪-টি দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে ৩-টি মিলেছে নীলাম্বুরে চালিয়ার নদী থেকে । ১৩-টি বিচ্ছিন্ন দেহাংশও পাওয়া গেছে । সশস্ত্র বাহিনীর ১২-শো ৬০ জনের বেশি জওয়ান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন রয়েছেন। ড্রোনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি চলেছে। পাশাপাশি সাহায্য নেওয়া হচ্ছে ওই অঞ্চলের পুরনো মানচিত্রেরও। রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী ওই অঞ্চলে উপস্হিত থেকে ত্রাণ ও উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটকরা যাতে না যান, তার আহ্বান জানিয়েছেন।
Site Admin | August 4, 2024 12:27 PM