কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল দ্বীপপুঞ্জের জর্জ টাউন থেকে ২০৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। জারি করা হয়েছে সুনামির সর্তকতা। তবে মার্কিন মূল ভূখণ্ডের জন্য এমন কোন সতর্কতা নেই বলে জানানো হয়েছে।
ডোমিনিকন সরকারও সুনামির সর্তকতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। সমুদ্রে চলাচলের ক্ষেত্রে জাহাজকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন–NOAA জানিয়েছে, এক থেকে তিন মিটার উচ্চতা সুনামির ঢেউ কিউবার কিছু উপকূলেও আঘাত হানতে পারে