কেন্দ্র, ত্রিপুরা সরকার, ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এন এল এফ টি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স ATTF-এর প্রতিনিধিদের মধ্যে আজ নতুন দিল্লিতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। উপস্হিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা , স্বরাষ্ট্রমন্ত্রক ও ত্রিপুরা সরকারের শীর্ষ আধিকারিকবর্গ এই চুক্তি স্বাক্ষরে উপস্হিত থাকবেন।
উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতকে চরমপন্থা, হিংসা এবং সংঘর্ষে বাতাবরণ থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক তা বাস্তবায়নে কাজ করে চলেছে। এপর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের শান্তি ও প্রগতির লক্ষে কেন্দ্র ১২-টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে তিনটি হলো ত্রিপুরা সম্পর্কিত। নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রায় ১০ হাজার মানুষ অস্ত্র ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে।