কেন্দ্র জানিয়েছে ,যে সমস্ত জায়গায় পঞ্চাশ বা তার বেশি কর্মী কাজ করবে সেখানে পৃথকভাবে ক্রেশের সুবিধা অথবা কর্মক্ষেত্রেই এই ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান দফতরের মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, কাজ এবং পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন আইনের সংশোধন করা হয়েছে। মহিলাদের জন্য মাতৃকালীন সুবিধা আইন ১৯৬১ আইনকে সংশোধন করে এখন ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়া হয় বলেও মন্ত্রী জানান। তিনি আরো বলেন ,সরকারি দপ্তরে কর্মরতা মহিলারা তিন মাসের কম বয়সী শিশুকে দত্তক নিলেও, তিন মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।
Site Admin | December 16, 2024 9:41 PM