মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 20, 2024 10:45 AM

printer

কেন্দ্র, কেন্‌-বেতোয়া সংযোগকারী প্রকল্পের সমস্ত বকেয়ার বিস্তারিত রিপোর্ট- DPR, অবিলম্বে সম্পূর্ণ করার জন্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশকে আর্জি জানিয়েছে।

কেন্দ্র, কেন্‌-বেতোয়া সংযোগকারী প্রকল্পের সমস্ত বকেয়ার বিস্তারিত রিপোর্ট- DPR, অবিলম্বে সম্পূর্ণ করার জন্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশকে আর্জি জানিয়েছে। একইসঙ্গে জমি অধিগ্রহণের কাজ’ও ত্বরান্বিত করতে বলা হয়েছে।

  নতুন দিল্লিতে গতকাল কেন্‌-বেতোয়া প্রকল্প কর্তৃপক্ষের টিয়ারিং কমিটির ষষ্ঠ বৈঠক বসে। বৈঠকে পৌরহিত্য করেন জলসম্পদ নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কার দপ্তরের সচিব দেবশ্রী মুখার্জি। তিনি বুন্দেলখন্ড অঞ্চলের জন্য এই প্রকল্পের গুরুত্বের কথা উল্লেখ করে সময়মতো প্রকল্প রূপায়ণের জন্য একযোগে কাজ করার পরামর্শ দেন।

   উল্লেখ্য, নদী সংযোগকারী প্রকল্পে মধ্য প্রদেশের কেন্‌ নদী থেকে উত্তর প্রদেশের বেতোয়া নদীতে ছাড়ার কথা, যার ফলে বুন্দেলখন্ড অঞ্চলে সেচের কাজে সহায়ক হবে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন