মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 18, 2024 10:37 AM

printer

কেন্দ্র, আমদানিকৃত ভোজ্য তেলের মজুত শেষ না হওয়া পর্যন্ত সর্ব্বোচ খুচরো দাম যাতে একই থাকে, তা’ সুনিশ্চিত করার জন্য অগ্রণী তেল সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছে।

কেন্দ্র, আমদানিকৃত ভোজ্য তেলের মজুত শেষ না হওয়া পর্যন্ত সর্ব্বোচ খুচরো দাম যাতে একই থাকে, তা’ সুনিশ্চিত করার জন্য অগ্রণী তেল সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে কাস্টম্‌স ডিউটি বা শুল্ক হার’ও সাড়ে ১২ শতাংশে রাখতে বলা হয়েছে।

খাদ্য ও গণবন্টন দপ্তরের সচিব সঞ্জীব চোপড়া গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন ভোজ্যতেল উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে  এই মূল্য নির্ধারণের ব্যাপারে আলাপ আলোচনা হয়। সরকারের তরফে জানানো হয়েছে, দেশীয় বাজারে তৈলবীজের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য বিভিন্ন ভোজ্য তেলের ওপর বেসিক কাস্টম্‌স ডিউটি বা মৌলিক শুল্ক হার বাড়ানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন