কেন্দ্রের অধীন নির্মাণ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই রাজ্য সরকারের জন্য পরিবেশ বান্ধব ভেসেল নির্মাণ করবে। এই মর্মে জিআরএসই-র সঙ্গে রাজ্যের পরিবহন দপ্তরের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। জিআরএসই ১৩টি পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল নির্মাণ করে রাজ্য সরকারের হাতে তুলে দেবে। ব্যাটারি চালিত এই ভেসেলে পরিবেশ দূষণ অনেকাংশেই কম হবে। ১৩টির মধ্যে ৬টি ভেসেল ৩০মিটার লম্বা এবং প্রায় ১০ মিটার চওড়া হবে। সেখানে ২০০জন যাত্রী চলাচল করতে পারবে এবং দু’টি ডেক থাকবে। এর মধ্যে একটি ডেক শীততাপ নিয়ন্ত্রিত হবে। এই ছটি ভেসেল নির্মাণে প্রায় ১২৬কোটি টাকা খরচ হবে। বাকি সাতটি ভেসেলে ১০০জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে এবং সেগুলি ২৫মিটার লম্বা ও ৮মিটার চওড়া হবে। এগুলি নির্মাণে প্রায় ১০০কোটি টাকা খরচ হবে। ভেসেলগুলি যেকোনো আবহাওয়ায় চলতে সক্ষম বলে জিআরএসই সূত্রে জানা গেছে।
Site Admin | November 20, 2024 12:07 PM