মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 7, 2025 4:25 PM

printer

কেন্দ্রীয় স্বাস্হ্য সচিব পুন্যসলিলা শ্রীবাস্তব স্পষ্ট জানিয়েছেন, হিউম্যান মেটা নিউমো – HMP ভাইরাস থেকে জনগণের উদ্বেগের কোন কারন নেই।

কেন্দ্রীয় স্বাস্হ্য সচিব পুন্যসলিলা শ্রীবাস্তব স্পষ্ট জানিয়েছেন, হিউম্যান মেটা নিউমো – HMP ভাইরাস থেকে জনগণের উদ্বেগের কোন কারন নেই। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে স্বাস্হ্য সচিব HMP ভাইরাস সংক্রমণজনিত ঘটনা এবং রোগ প্রতিরোধে দেশের ব্যবস্হাপনা পর্যালোচনা করেন। ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্হতা এবং সিবিআর অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সারির মতো সংক্রমণের ক্ষেত্রে নজরদারি বাড়াতে পরামর্শ দেন তিনি। শ্রীমতী শ্রীবাস্তব বলেন, শীতের সময় সাধারণত শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা বাড়ে। যেকোন রকম রোগ বৃদ্ধির মোকাবিলায় দেশ প্রস্তুত বলেও আশ্বস্ত করেন তিনি। ইনফর্মেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন আই ই সি বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, দেশে HMP ভাইরাস সংক্রমণের একাধিক খবর আসছে। মহারাষ্ট্রের নাগপুরে সাত এবং ১৩ বছরের দুটি বাচ্চার দেহে এই ভাইরাসের উপস্হিতি লক্ষ্য করা গেছে। তামিলনাড়ুতেও দু-জন HMP ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন চেন্নাই এবং অন্যজন সালেমের বাসিন্দা।

অন্যদিকে, গুজরাটে একটি দু-মাসের শিশু এই ভাইরাসে সংক্রমিত। শিশুটির চিকিৎসার জন্য রাজস্হানের দুঙ্গারপুর থেকে আমেদাবাদ আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্হা স্হিতিশীল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন