মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 20, 2024 2:36 PM

printer

কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রক হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য চিঠি দিয়েছে

কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রক হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারী হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে মন্ত্রকের পক্ষ থেকে প্রবেশ পথ, বহির্গমন, করিডোর, অন্ধকার জায়গা সহ সমস্ত গুরুত্বপূর্ণস্হানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয়েছে। হাসপাতাল চত্ত্বরে পর্যাপ্ত টহলদারি ও নজরদারির জন্য সু-প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করতেও বলা হয়েছে।
মন্ত্রক এও বলেছে, শুধুমাত্র অথরাইজ ব্যক্তিরা যাতে হাসপাতালে ঢুকতে ও সেখান থেকে বেরতো পারেন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। হাসপাতালের কর্তব্যরত সমস্ত কর্মীর আই ডি কার্ড প্রদর্শনও বাধ্যতামূলক। হাসপাতালে সব ভিজিটারদের ওপর পর্যাপ্ত নজরদারির ব্যবস্থাও সুনিশ্চিত করতে বলা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন