মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 3, 2024 10:28 AM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গতকাল এই বৈঠকে স্বাস্থ্য সচিব বলেন, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হার ১৯৯৬ সালের তিন দশমিক তিন শতাংশ থেকে কমে ২০২৩ সালে দশমিক ১/৭ শতাংশে দাঁড়িয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর ভাবে সহযোগিতার প্রয়োজন বলে তিনি জোর দিয়ে জানান। সময়মতো  সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে রাজ্য এবং পুরসভাগুলিকে সদাসতর্ক থাকার পরামর্শ দেন শ্রী চন্দ্র। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে রোগের হটস্পট চিহ্নিত করা, নজরদারী বাড়ানো এবং আক্রান্তদের জিও ট্যাগিং করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, বৈঠকে আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের কর্তাব্যক্তিরা ছাড়াও অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা ৯ টি রাজ্য – গুজরাত, দিল্লী, রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের সচিব ও প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লী, হায়দ্রাবাদ এবং মুম্বাই সহ ১৮ টি পুরনিগমের আধিকারিকরা ভার্চুয়ালি যোগ দেন। দেশে সবথেকে বেশী ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন