কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লীতে বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে শ্রী নাড্ডা স্বাস্থ্য ক্ষেত্রে ফাউন্ডেশনের মুল্যবান সহায়তা এবং উদ্যোগের প্রশংসা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা বলেন, দু’পক্ষের মধ্যে আলোচনায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি বিষয়ক আলোচনা হয়েছে। ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষত মাতৃত্ব, প্রতিষেধ্ক, স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে সমঝোতা পত্র পুর্ননবিকরনের বিষয়ে আলোচনা হয়। এর ফলে সমস্ত নাগরিকদের জন্য উন্নত, সুলভ ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিকাঠামো গঠন নিশ্চিত হবে।
Site Admin | March 19, 2025 9:39 PM
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লীতে বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
