কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ একদিনের সফরে গুজরাট যাবেন। সফরকালে তিনি আসুরায় শ্রীধরমপুর তীর্থে শ্রীমত রাজচন্দ্র আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজসভা গৃহে মহা মস্তক অভিষেকে তিনি যোগদান করবেন।
Site Admin | December 30, 2024 12:01 PM