কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে এক জাতীয় স্তরের সম্মেলনে সমবায় মন্ত্রকের একশো দিনে নেওয়া একগুচ্ছ রূপান্তরমূলক উদ্যোগের সূচনা করেছেন। সহকার সে সমৃদ্ধির অধীনে এই কর্মসূচীগুলি হাতে নেওয়া হয়েছে। সমবায় ব্যবস্থা নেই এমন গ্রাম বা পঞ্চায়েতে ডেয়ারী এবং মৎস্য সংক্রান্ত সমবায় সমাজ গড়ে তুলতে বা আরো শক্তিশালী করতে মার্গদর্শিকার সূচনাও করেছেন তিনি। শ্বেত বিপ্লবের দ্বিতীয় পর্যায় এবং সমবায়গুলির মধ্যে সহযোগিতার জন্য মান্য কার্যবিধি বা এস ও পি চালু করেছেন শ্রী শাহ। মন্ত্রী বলেন, এন ডি এ সরকারের আমলে সমবায় স্থাপনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পেয়েছে।
Site Admin | September 19, 2024 10:05 PM