কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মধ্যপ্রদেশের ইন্দোরে এক পেড় মা কে নাম প্রচার কর্মসূচির শুভারম্ভ করেন। একদিনে ১১ লক্ষ গাছ লাগিয়ে ইন্দোর বিশ্ব রেকর্ড গড়েছে। এই উপলক্ষ্যে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্লোগান দিয়েছেন এবং সাধারণ মানুষ একে আবেদন হিসেবে গ্রহণ করেছেন। ইন্দোর পরিচ্ছন্ন শহরের পাশাপাশি গ্রীন সিটি বা পরিবেশ অনুকূল শহরের তকমা পাচ্ছে। প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভালো পরিবেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেজন্য ২০২৫ সালের মধ্যে সরকার, দেশজুড়ে পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একটি জলবায়ু তহবিল গঠন করা হয়েছে। দেশের মধ্যে প্রথম গুজরাটে মোদিজি পরিবেশ দপ্তর চালু করেছেন বলে শ্রী শাহ উল্লেখ করেন। মধ্যপ্রদেশ, ভারতবর্ষের হৃদয় কেন্দ্রে অবস্থিত। এর ৩১ শতাংশ জঙ্গল এলাকা, যা সমগ্র দেশের প্রায় ১২ শতাংশ। এই কারণে মধ্যপ্রদেশ পর্যটন ক্ষেত্রে নতুন মাপকাঠি তৈরি করছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবও অনুষ্ঠানে ভাষণ দেন।