মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 11, 2025 2:49 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে, সাইবার নিরাপত্তা এবং সাইবার অপরাধ বিষয়ে, সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে পৌরহিত্য করেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র  ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে, সাইবার নিরাপত্তা এবং সাইবার অপরাধ বিষয়ে, সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে পৌরহিত্য করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, স্বরাষ্ট্র সচিব, কমিটির অন্য সদস্য এবং মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। অমিত শাহ বলেন, ভারতে ডিজিটাল পরিকাঠামোর বৃদ্ধির ফলে এই ক্ষেত্রে সাইবার অপরাধও বেড়েছে। সফটওয়ার, সার্ভিসেস এবং ইউসার্স ক্ষেত্রে সাইবার জালিয়াতি দূর করার ওপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক সাইবার সুরক্ষিত দেশ গঠনে একাধিক পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।

শ্রী শাহ বলেন, ৩৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত  অঞ্চলে সাইবার অপরাধ সংক্রান্ত ফরেনসিক ট্রেনিং ল্যাব তৈরি করা হয়েছে।’ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স MOOC-এর আওতায় Cy train ‘ প্লাটফর্মে এক লক্ষেরও বেশি পুলিশ আধিকারিককে নথিভুক্ত করা হয়েছে এবং ৭৮ হাজার সংশাপত্র দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন