মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 7, 2025 1:21 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে ভারতপোল পোর্টালের উদ্বোধন  করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে ভারতপোল পোর্টালের উদ্বোধন  করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সি বি আই এই পোর্টালটি তৈরি করেছে। ইন্টারপোলের সঙ্গে সহযোগিতা সহ, রেড নোটিশ এবং অন্য কালার কোডের ইন্টারপোল নোটিশ জারির ক্ষেত্রে ভারত পোল গুরুত্ত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে, শ্রী শাহ বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে, তদন্তে এটি নতুন যুগের সূচনা করবে। এখনথেকে, তদন্তকারী সংস্থাগুলি ইন্টারপোল এর কাছ থেকে সহজেই তথ্য পাবে। মানব পাচার, অস্ত্রের চোরাচালান, নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক পাচার সহ একাধিক বিষয়ে ভারত পোল থেকে সময়োপযোগী তথ্য পাওয়া যাবে। আজকের অনুষ্ঠানে ৩৫ জন সি বি আই আধিকারিককে পুলিশ মেডেল প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রী। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আইন বলবতকারী সংস্থাগুলি প্রকৃত সময়ে তথ্য পাবে ভারত পোল পোর্টাল থেকে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন