কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার যথাযথ নীতিগত দৃষ্টিভঙ্গীতে পুর উন্নয়নের কাজ ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে। আজ নতুন দিল্লীর লক্ষ্মীবাঈ নগরে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নামাঙ্কিত একটি মহিলা হস্টেলের উদ্বোধন করে তিনি একথা বলেন। এছাড়াও মন্ত্রী মতিবাগে একটি পশু চিকিত্সা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন। এই প্রসঙ্গে তিনি দেশের জন্য প্রয়াত সুষমা স্বরাজের অবদান স্মরণ করেন। তিনি বলেন, জাতীয় স্মার্ট সিটি মিশনের আওতায় শহরের নিকটবর্তী গ্রামগুলিতে নাগরিক পরিষেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী জানান, দেশের বিভিন্ন শহরে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুসংহত কম্যান্ড সেন্টার স্থাপন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভবিষ্যতে এই কাজে কৃত্রিম মেধা প্রযুক্তিকে কাজে লাগানো হবে। সরকারের নগরোন্নয়ন নীতির মূল ধারণায় মেট্রো রেল পরিষেবার সুবিধা বাড়ানো, বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবস্থা করা এবং পরিচ্ছন্ন শক্তি সরবরাহ নিশ্চিত করতে পি. এম. সূর্যঘর প্রকল্প চালু করা হবে। তিনি দিল্লীর উন্নয়নে আম আদমি পার্টির ব্যর্থতার অভিযোগ করে ঐ দলের সমালোচনা করেন।
Site Admin | January 4, 2025 6:17 PM