মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 22, 2024 9:18 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় ৬৩৮ কোটি টাকার ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ ত্রিপুরায় ৬৩৮ কোটি টাকার ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ধলাই জেলায় মাসুরাই পাড়াতে এক জনসভায় শ্রী শাহ্ ব্রু জন-গোষ্ঠীর সমস্যা সমাধান না করার জন্য সাবেক কমিউনিষ্ট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০১৮ সালে ক্ষমতায় আসার পর ৪০,০০০ ব্রু জন-গোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১১টি গ্রামে এই জন গোষ্ঠীর মানুষদের পুনর্বাসনের জন্য সরকার ৯০০ কোটি টাকা ব্যয় করেছে। এদের জন্য বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, উপযুক্ত শিক্ষা, কর্ম সংস্হান এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন