মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 9, 2024 9:37 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঝাড়খন্ডের পালামৌ-এ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধানবাদে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন।

ঝাড়খন্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার জোরকদমে এগিয়ে চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল ও রোডশো করছেন। ঝাড়খন্ড বিধানসভার প্রথম দফা নির্বাচনে প্রচার শেষ হতে আর মাত্র দু-দিন বাকি।

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঝাড়খন্ডের পালামৌ-এর ছত্তরপুরে নির্বাচনী সভায় যোগ দিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাহুল গান্ধী, ওবিসি, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের বিরোধী। 

হাজারিবাগ ও পটকা বিধানসভা কেন্দ্রেও প্রচারে অংশ নেন তিনি। প্রবীণ ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাঁচি খারসাওয়া ও মন্দার কেন্দ্রে প্রচার চালান। এছাড়া আর জে ডি, আজসু ও বাম দলের নেতারাও প্রচারে অংশ নিচ্ছেন। ৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভার দু দফায় নির্বাচন, ১৩ ও বিশে নভেম্বর অনুষ্ঠিত হবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধানবাদের বাঘমারায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। বিজেপির শুল্ক নীতির সমালোচনা করে বলেন, পুঁজিপতিদের প্রতি এই সরকার ঝুঁকে রয়েছে। একমাত্র সংবিধানই গরিব ও দলিতদের স্বার্থ রক্ষা করতে পারে।

পালামুর বিশ্রামপুরে এক জনসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি এবং রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ করেন।অপরদিকে বিজেপির সমালোচনা করে জেএমএম নেতা তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ঝাড়খণ্ডের সার্বিক উন্নয়নের জন্য তাঁর সরকার অনেক কিছু করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন