কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ CRPF দিবস উপলক্ষে Central Reserve Police Force-কে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, CRPF, ১৯৫০ সালে রাষ্ট্রপতির বিশেষ সম্মান President’s Colour লাভ করে,সেই বিশেষ দিনটিকেই স্মরণ করায় CRPF দিবস। বাহিনীর কৃতিত্ব ও আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে চলেছে। জাতির উদ্দেশ্যে যেসব যোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেছেন, মন্ত্রী তাদের কুর্নিশ জানান।
Site Admin | March 19, 2025 2:25 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ CRPF দিবস উপলক্ষে Central Reserve Police Force-কে অভিনন্দন জানিয়েছেন।
