কেন্দ্রীয় সরকার সুতো কাটাই এবং তাত শিল্পীদের মজুরি বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ মন্ত্রক জানিয়েছে, স্পিনার অর্থাৎ যারা চরকায় সুতো কাটে তাঁদের মজুরিতে ২৫ শতাংশ এবং তাঁতীদের মজুরিতে ৭ শতাংশ বৃদ্ধি গতকাল থেকে কার্যকর হয়েছে৷
গত মাসের ১৭ তারিখ একথা ঘোষণা করা হয়েছিল। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার জানিয়েছেন, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে মজুরি প্রায় ২১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খাদির পণ্যে ২০ শতাংশ এবং গ্রামীণ শিল্পের পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।