কেন্দ্রীয় সরকার, ভি নারায়াণানকে ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন – ইসরো-র নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন। শ্রী নারায়াণান আগামী ১৪ ই জানুয়ারি এই দায়িত্বভার গ্রহণ করবেন। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের জায়গায় তিনি নিযুক্ত হলেন। শ্রী নারায়াণান বর্তমানে কেরালার ভালিয়ামালায় ইসরোর লিক্যুইড প্রপালশান সিস্টেম সেন্টারের নির্দেশক পদে রয়েছেন। তিনি রকেট এবং মহাকাশযান বিশেষজ্ঞ হিসাবে গত চার দশক ধরে ইসরোর সঙ্গে যুক্ত রয়েছেন।
Site Admin | January 8, 2025 10:42 AM