মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 18, 2024 11:47 AM

printer

কেন্দ্রীয় সরকার, বিস্তারিত আলোচনার জন্য ‘এক দেশ এক নির্বাচন’ বিল দুটি যৌথ সংসদীয় কমিটি- JPC-তে পাঠানোর বিষয়ে সহমত হয়েছে।

কেন্দ্রীয় সরকার, বিস্তারিত আলোচনার জন্য ‘এক দেশ এক নির্বাচন’ বিল দুটি যৌথ সংসদীয় কমিটি- JPC-তে পাঠানোর বিষয়ে সহমত হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল লোকসভায় বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই বিল দুটি প্রত্যেক স্তরে বিস্তারিত আলোচনার জন্য JPC-তে পাঠানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন।

এর আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, সংবিধানের ১২৯-তম সংশোধনীর জন্য The Constitution Bill-এবং The Union Territories Laws সংশোধনী বিল দুটি লোকসভায় পেশ করেন।

 কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, DMK, শিবসেনা UBT, CPIM সহ  বিরোধী দলগুলি এই বিল দুটির তীব্র বিরোধিতা করে বলে, এর ফলে সংবিধানের মূল কাঠামোতে আঘাত হানা হবে।  

  এই প্রেক্ষিতে আইন মন্ত্রী বলেন, সরকার ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত বিল দুটি JPC-তে পাঠাতে প্রস্তুত।    

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন