কেন্দ্রীয় সরকার প্রতি বছর ২৫ শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৫ সালে ঐ দিনই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশজুড়ে জরুরী অবস্থা জারি করেছিলেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বলেন, অত্যাচারী শাসকের হাত থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারে কোটি কোটি মানুষের লড়াইকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালন করবে কেন্দ্র। শ্রী শাহ বলেন, সেসেময় লক্ষ লক্ষ মানুষকে কোনো দোষ ছাড়াই কারাগারের অন্ধকারে ছুড়ে ফেলা হয়েছিল এবং রুদ্ধ করা হয়েছিল সংবাদমাধ্যমের কন্ঠস্বরকে।
Site Admin | July 12, 2024 9:55 PM