কেন্দ্রীয় সরকার এনটিএ-র সামগ্রিক সংস্কার করার কাজ চালাচ্ছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। হরিয়ানায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত শ্রী প্রধান আজ পঞ্চকুলায় দলের একটি বৈঠকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনা এড়াতে কঠোর আইন তৈরি করা হয়েছে। এতিমধ্যেই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়া হয়েছে। কংগ্রেস সহ বিরোধীরা এ ব্যাপারে আলোচনা চায় না বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, নিট ইউ জি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলাগুলিতে সিবিআই আজ গুজরাটের আমেদাবাদ এবং গোধরা সহ সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। পাটনা থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্ত দল দুজনকে গ্রেপ্তার করে।
গতকাল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।