মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 9, 2024 12:11 PM

printer

কেন্দ্রীয় সড়ক ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু এড়াতে সড়ক নির্মাণের ক্ষেত্রে পথ নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।

কেন্দ্রীয় সড়ক ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু এড়াতে সড়ক নির্মাণের ক্ষেত্রে পথ নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। গতকাল রায়পুরে ভারতীয় সড়ক কংগ্রেসের ৮৩-তম বার্ষিক অধিবেশনে তিনি একথা বলেন।

     তিনি আরও বলেন সড়ক নির্মাণের কাজে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি ত্রুটিপূর্ণ প্রজেক্ট রিপোর্ট বড় সমস্যা তৈরি করে। তিনি সেখানে উপস্হিত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সতর্ক করে দিয়ে বলেন, প্রজেক্ট রিপোর্ট সম্পূর্ণ পরীক্ষা না করে যেন কোন টেন্ডার পাশ না করা হয়। সড়ক ইঞ্জিনিয়ারিং-এর উন্নতি সাধনের মাধ্যমে দুর্ঘটনা ও জীবনহানি এড়ানো সম্ভব।

     কৃষি প্রধান ছত্তিশগড়ে বিটুমেন ও সি এন জি তৈরিতে ফসলের গোড়া বা অবশিষ্টাংশকে গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেন। এই ধরনের প্রচেষ্টা জীবাশ্মজ্বালানির ক্ষেত্রে আমাদের নির্ভরতা কমানোর পাশাপাশি দুষণরোধ করতেও সাহায্য করবে। পরিকাঠামো উন্নয়ন, যেমন শিল্পে বিকাশ তরান্বিত করবে একই সঙ্গে তা কর্ম নিযুক্তি, দারিদ্রদূরীকরণ ও দেশকে স্বনির্ভর করতে তুলতে সাহায্য করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন