কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া আজ নতুনদিল্লিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষার ব্যবস্থার বিষয়ে দু দিনের আন্তর্জাতিক আলোচনাচক্রের আজ উদ্বোধন করবেন৷
এই আলোচনাচক্রের মূল উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের ক্ষমতা বৃদ্ধি করা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির নীতিনির্ধারক, সামাজিক নিরাপত্তা প্রশাসক এবং সামাজিক নিরাপত্তা সংস্থাগুলির বিশেষজ্ঞদের সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মঞ্চ হয়ে উঠবে এই সম্মেলন ।