কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লীতে জাতীয় ডোপ নির্নয় পরীক্ষাগারে বিশ্বের ১৭তম ক্রীড়া পাসপোর্ট ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন। এই কেন্দ্র, খেলোয়াড়দের স্বচ্ছতা ও খেলার ন্যায়পরায়ণতা রক্ষার উদ্দেশ্যে, ক্রীড়াবিদদের বায়োলজিকাল পাসপোর্ট ব্যবস্থাপনার যাবতীয় কাজ করবে।
তিনি বলেন, ক্রীড়াবিদদের বায়োলজিকাল পাসপোর্ট পরীক্ষার দ্বারা এই কেন্দ্র দেশের ডোপ ব্যবস্থার বিরুদ্ধে অন্যতম পদক্ষেপ। এই নতুন প্রক্রিয়া বেআইনি ব্যবস্থাগুলিকে চিহ্নিত করে, ডোপের পদ্ধতি শনাক্ত ও খেলার স্বচ্ছতা বৃদ্ধি করতে সাহায্য করবে। নানা সরকারি ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্রীড়াকেন্দ্রগুলিকে অন্তর্ভুক্ত করে গ্রামীণ এলাকায় ডোপের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলেও তিনি জানান।