কেন্দ্রীয় মন্ত্রীসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে নিশ্চিত পেনশনের সংস্থান রয়েছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের প্রথম স্তম্ভটি ন্যূনতম ২৫ বছরের চাকরির ক্ষেত্রে অবসর গ্রহণের আগে শেষ বারো মাসে গড় মূল বেতনের ৫০ শতাংশ নিশ্চিত করে।
২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর ফলে উপকৃত হবেন বলে শ্রী বৈষ্ণো জানিয়েছেন। ন্যূনতম ১০ বছর চাকরি করার পর অবসর গ্রহণের ক্ষেত্রে প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ন্যূনতম পেনশন নিশ্চিত করা যাবে। শিল্প ক্ষেত্রের কর্মীদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা থাকবে। গ্র্যাচুইটি ছাড়াও অবসরের সময় এককালীন অর্থ প্রদান করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে এটি কার্যকর হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভা উচ্চ-পারফরম্যান্স বায়োম্যানুফ্যাকচারিংকে উত্সাহিত করার লক্ষ্যে অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থান নীতির জন্য বায়ো E3-বায়োটেকনোলজিকেও অনুমোদন দিয়েছে। সামগ্রিকভাবে, এই নীতি নেট জিরো কার্বন অর্থনীতি এবং পরিবেশের জন্য জীবনযাত্রা বা লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্ট এর মতো সরকারী উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করবে।
মন্ত্রিসভা ১০ হাজার ৫৭৯ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাতিষ্ঠানিক ও মানব সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও স্থাপনার মতো তিনটি উপাদান নিয়ে এই কর্মসূচি তৈরি।