কেন্দ্রীয় মন্ত্রীসভা, দেশে তিনটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে আছে ১৫ হাজার ৬০০ কোটি টাকার ব্যাঙ্গালর মেট্রোর তৃতীয় পর্যায়, ১২ হাজার ২০০ কোটি টাকার থানে ইন্টিগ্রাল রিং রোড মেট্রো এবং ৩ হাজার কোটি টাকার পুনে মেট্রো সম্প্রসারন প্রকল্প। নতুন দিল্লীতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রীসভার বৈঠকে এই ছাড়পত্র মেলে।
মন্ত্রীসভা, পশ্চিমবঙ্গের বাগডগরা বিমানবন্দর এবং বিহারের বিহতায় তিনটি নতুন এনক্লেভ গড়ে তোলার প্রস্থাবেও সবুজ সঙ্কেত দিয়েছে।
বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ সাংবাদিকদের বলেন,
বাইট
শ্রী বৈষ্ণ আরও জানান, ব্যাঙ্গালর মেট্রোরেল প্রকল্পে এই তৃতীয় পর্যায়ের কাজ শেষ হবে ২০২৯ নাগাদ। প্রায় ৪৫ কিলোমিটার এই নতুন মেট্রো রেলপথ শহরের যানজট কমাতে সহায়ক হবে। তৃতীয় পর্যায়ের এই মেট্রো রেলপথ ব্যাঙ্গালোরের দক্ষিণাঞ্চলের সঙ্গে আউটার রিংরোড পশ্চিম, মাগাদি রোড সহ বিভিন্ন এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে।
থানে ইন্টিগ্রাল রিং রোড মেট্রো প্রকল্পও ২০২৯-এর মধ্যেই কার্যকর হবে বলে শ্রী বৈষ্ণো জানান। থানে শহরের পশ্চিমাঞ্চলের ২৯ কিলোমিটার এলাকা জুড়ে এই মেট্রো রেল পথে থাকবে ২২ টি স্টেশন। নউপারা, ওয়াগ্লে এস্টেট , দংরিপারা, হিরানন্দানি এস্টেট , কলশেট ও সাকেতের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলির মধ্যে এই রেলপথ সংযোগ স্থাপন করবে। এছাড়া পুনে মেট্রো ১ নম্বর প্রকল্প, সরগেটের সঙ্গে কাটরাজের মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। এটিও ২০২৯-এর ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
অন্যদিক বাগডোগরা বিমানবন্দরে নতুন অসামরিক এনক্লেভ নির্মাণে খরচ হবে ১ হাজার ৫৪৯ কোটি টাকা। সেখানে প্রস্তাবিত টার্মিনাল ভবনে চূড়ান্ত ব্যস্ত সময়ে প্রায় তিন হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। এর ফলে বিমানবন্দরের কার্যকারিতা আরও বাড়বে। এলাকায় পর্যটনের বিকাশও ত্বরান্বিত হবে।
এছাড়া বিহতায় অসামরিক এনক্লেভ এর জন্যে ১ হাজার ৪১৩ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এটি চালু হলে পাটনা বিমানবন্দরের ওপর চাপ কিছুটা কমবে।