মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 2, 2024 10:08 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে এবং তাঁদের আয় বৃদ্ধিতে ১৩ হাজার ৯শো৬৬ কোটি টাকার ৭টি প্রকল্পে অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে এবং তাঁদের আয় বৃদ্ধিতে ১৩ হাজার ৯শো৬৬ কোটি টাকার ৭টি প্রকল্পে অনুমোদন দিয়েছে।

মন্ত্রিসভায় ২ হাজার ৮১৭ কোটি টাকার ডিজিটাল এগ্রিকালচার মিশন অনুমোদিত হয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ সাংবাদিকদের বলেন, এরফলে একদিকে যেমন, কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে, অন্যদিকে তেমনই তাদের আয়ও বাড়বে। কৃষি ক্ষেত্রে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্টাকচারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কৃষি মিশন গড়ে তোলা হবে।

একই সঙ্গে মন্ত্রিসভা খাদ্য এবং পুষ্টির নিরাপত্তায় ৩ হাজার ৯শো৭৯ কোটি টাকার শষ্য বিজ্ঞান উদ্যোগে ছাড়পত্র দিয়েছে। এর মাধ্যমে কৃষকদের জলবায়ু স্থিতিশীল চাষে দক্ষ করে তুলবে যাতে ২০৪৭ সালের মধ্যে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।

এ ছাড়াও মন্ত্রিসভা কৃষি শিক্ষা, ব্যবস্থাপনা এবং সমাজ বিজ্ঞানকে আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য খরচ পড়বে ২ হাজার ২শো৯১ কোটি টাকা। সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পড়ুয়া এবং গবেষকদের তৈরী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গবাদি পশু এবং দুগ্ধজাত দ্রব্য থেকে কৃষকদের আয় বাড়াতে মন্ত্রিসভা গবাদি চাষে উৎসাহ দিচ্ছে। প্রাণী সম্পদ স্বাস্থ্যরক্ষা ও খাদ্য উতপাদনের জন্য মঞ্জুর হয়েছে ১ হাজার ৭শো২ কোটি টাকা।

উদ্যান পালনে সুসংহত উন্নয়নের জন্য মন্ত্রিসভা ৮শো৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। একই সঙ্গে  কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে আরো শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য খরচ পড়বে ১ হাজার ২শো২ কোটি টাকা। প্রাকৃতিক সম্পদ পরিচালনা কেন্দ্রের জন্য খরচ ১ হাজার ১শো১৫ কোটি টাকা ধার্য করা হয়েছে ।

দুই প্রধান বাণিজ্যিক হাব, মুম্বাই ও ইন্দোরের মধ্যে রেল সংযোগ গড়ে তুলতে ৩০৯ কিলোমিটারের নতুন রেল প্রকল্পও আজ মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পায়। এজন্য মোট খরচ হবে ১৮ হাজার ৩৬ কোটি টাকা ২০২৮ – ২৯-এর মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে।

     কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের সানন্দে একটি সেমি কন্ডাক্টর ইউনিট গড়ে তোলার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। Kayne  সেমিকন প্রাইভেট লিমিটেড এই ইউনিটটি গড়ে তুলবে। এর জন্য বিনিয়োগ করা হবে ৩ হাজার ৩-শো কোটি টাকা। এই ইউনিট থেকে প্রতিদিন ৬০ লক্ষ চিপ তৈরি হবে। এই চিপ, শিল্প, অটোমোটিভ, বৈদ্যুতিক যান, বৈদ্যুতিন পন্য, টেলিকম এবং মোবাইল ফনে ব্যবহার করা হবে। ২০২১ সালে দেশে ৭৬ হাজার কোটি টাকা ব্যায়ে সেমিকন্ডাক্টর উন্নয়ন এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলার কর্মসূচি হাতে নেওয়া হয়। চারটি সেমকন্ডাক্টর ইউনিট গড়ে তোলার কাজ জোরকদমে চলছে। এই চারটি ইউনিটের মাধ্যমে দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রগুলির মোট উৎপাদন ক্ষমতা ৭ কোটির বেশী চিপ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন