মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 3, 2025 2:29 PM

printer

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং উত্তর ২৪ পরগনার এক বেসরকারি সংস্থায় রাষ্ট্রা্য়ত্ব সংস্থা নিনফেটর প্রযুক্তি দিয়ে তৈরি প্রাকৃতিক তন্তু  উৎপাদনের তিনটি যন্ত্রের উদ্বোধন করেন

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ উত্তর ২৪ পরগনার সোদপুরে এক বেসরকারি সংস্থায় রাষ্ট্রা্য়ত্ব সংস্থা নিনফেটর প্রযুক্তি দিয়ে তৈরি প্রাকৃতিক তন্তু  উৎপাদনের তিনটি যন্ত্রের উদ্বোধন করেন।  ঐ সংস্থাটি ঘুরে দেখার পাশাপাশি তিনি একাধিক জুটমিল মালিকের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলার পাট গুনমানে সর্বশ্রেষ্ঠ। বাংলায় পাটশিল্পের প্রসারে তিনি শিল্পপতিদের এগিয়ে আসার আহবান জানান।
নিনফেটের অধিকর্তা ডক্টর ডি বি সাক্যাওয়াড় বলেন, যন্ত্র নির্মাতা ও ছোট শিল্পপতিদের সুবিধা দিতে তিনটি ছোট যন্ত্র তাদের প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে। এগুলি ব্যবহার করে বিভিন্ন উপাদানের সামগ্রী তৈরি করা যাবে।
গতকালের পর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর আজও একাধিক কর্মসূচি রয়েছে। এদিন তিনি কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নতুন অতিথিশালার উদ্বোধন করেন। সেখানে ICAR এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে মন্ত্রী বৈঠকে বসেন। দুপুরে ওই প্রতিষ্ঠানের ৮৭ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানেও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা।
আগামীকাল নদীয়ার ফুলিয়ায় কেন্দ্রীয় হস্তশিল্প প্রযুক্তি প্রতিষ্ঠান- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নতুন স্থায়ী ভবনের তিনি উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সরকার প্রায় ৭৬ কোটি টাকা খরচা করে ওই ভবন তৈরি করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন