কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লীতে এগ্রিসিওর ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন। একইসঙ্গে শ্রী চৌহান, উল্লেখযোগ্য প্রদর্শনকারী ব্যাঙ্ক এবং রাজ্যগুলিকে কৃষি পরিকাঠামো তহবিল-AIF পুরষ্কার প্রদান করবেন। বিভিন্ন রাজ্য এবং ব্যাঙ্কের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মন্ত্রক জানিয়েছে, এই পুরষ্কার, অন্যান্য ব্যঙ্কগুলিকেও কৃষি পরিকাঠামো তহবিলের কার্যকারিতা সম্পর্কে উৎসাহিত করবে। ফসল কাটার পর ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে ২০২২ সালে Agriculture Infrastructure Fund গড়ে তোলা হয়েছিল।
Site Admin | September 3, 2024 9:08 AM