কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ২০২৫-এর ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা আইনের খসড়ার ওপর আলোকপাত করে বলেছেন, নাগরিকদের তথ্য এবং অধিকার সুরক্ষিত রাখার সংস্থান এতে রয়েছে। আকাশবানী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই খসড়া বিধিতে তিনটি গুরুত্বপূর্ন সংস্থান রয়েছে। এগুলি হল নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা, ডিজিটাল ঝুঁকি আটকানোর ব্যবস্থা এবং নাগরিকরা যাতে সহজেই তাঁদের অধিকার প্রয়োগ করতে পারেন তাঁর ব্যবস্থা।
Site Admin | January 4, 2025 10:08 PM