কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেছেন। ১৯৬১ সালে আয়কর আইনে বদল আনতে এই বিল তৈরি করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী সংসদে বিলটি পেশ করে বলেন, সাধারণ মানুষের স্বার্থে আয়কর আইনের ধারা কমিয়ে ৫৩৬-এ নামিয়ে আনা হয়েছে। তিনি বিলটিকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোরও সুপারিশ করেছেন।
উল্লেখ্য, লোকসভায় প্রথম পর্বের বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে। বিরতির পর আগামী ১০’ই মার্চ অধিবেশনের দ্বিতীয় পর্ব আবার শুরু হবে।
এদিন ওয়াকফ সংশোধনী বিল-২০২৪-এর ওপর যৌথ কমিটির রিপোর্টও সংসদে জমা পড়েছে।
তৃণমূল কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিল পেশের বিরোধীতা করেছে। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বলেছেন, বিজেপি বিরোধীদের কন্ঠস্বরকে রোধ করার চেষ্টা চালাচ্ছে। রাজ্য বিধানসভায় পেশ করা বাজেটের সমালোচনার জবাবে তিনি বলেন, বাজেট বক্তব্য না বুঝেই সমালোচনা করার প্রবণতা বেড়েছে। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কোনো কিছু নেই বলেও তিনি অভিযোগ করেন।