কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বিহারের মধুবনি জেলায় একটি ক্রেডিট আউটরিচ কর্মসূচীতে অংশ নেবেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। বিহার সফরের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে শ্রীমতি সীতারামন, স্বনির্ভর গোষ্ঠী, কর্মসংস্থান সৃষ্টি এবং প্ন্যান্য ক্ষেত্রের উপভোক্তাদের হাতে মোট ১ হাজার কোটি টাকার ঋন মঞ্জুরীর শংসাপত্র তুলে দেবেন। এছাড়াও সাক্ষাৎ করবেন শিল্পী, মহিলা কারিগরদের সঙ্গে।
এর আগে অর্থমন্ত্রী, কৃষি এবং কৃষি জাত ক্ষেত্রকে আরো শক্তিশালী করে তুলতে ঋন মঞ্জুরীর মাধ্যমে তৃণমূল স্তরে যোগাযোগ বাড়াতে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেন। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড ও বিহারের ৮ টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কএর সঙ্গে পর্যালোচনা বৈঠকে কৃষি ও দুগ্ধ, পশুপালন এবং মতস্যচাষ ক্ষেত্রের ওপর বিশেষ নজর দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে বলেন।পরিষেবা সময়মতো পৌঁছে দিতে প্রযুক্তির উন্নয়নের পক্ষেও মতপ্রকাশ করেন তিনি।